Increasing Firebase Project Limit
Firebase এ নির্দিষ্ট সংখ্যক কিছু প্রোজেক্ট একটা gmail account থেকে create করার পর হয়ত firebase আপনাকে নতুন project create করার permission দিচ্ছে না। সেক্ষেত্রে আপনার কি কি করনীয় হতে পারে?
-
আগের create করা কোনও একটা প্রোজেক্ট এর configuration গুলো অন্য প্রোজেক্ট এ ব্যবহার করে আপনার practise এর কাজ চালাতে থাকুন।
-
চাইলে অন্য একটা gmail দিয়ে আবার নতুন firebase account করুন। তবে তখন ও কিন্তু ৯+- টা প্রোজেক্ট ই তৈরি করতে পারবেন। তারপর একই সমস্যা আবার হবে।
তাই আপনি তাদের কাছ থেকে চাইলে ৫০ তার মত প্রোজেক্ট তৈরি করার permission আপনি নিয়ে নিতে পারেন। [ নিচের ৪ টা ছবিতে step by step details দেখান হল। ]
তবে তাদের কাছে এই request করার পর আপনার ধৈর্য নিয়ে minimum 10 min থেকে maximum 2/3 days অপেক্ষা করতে হবে permission পাবার জন্য। এই সময়ের মধ্যে google cloud platform আপনাকে একটা email করে আপনি নতুন প্রোজেক্ট তৈরি করার permission পেয়েছেন কিনা সেটা confirm করে দিবে।
~ Happy Coding!
文章来源:https://dev.to/chayti/increasing-firebase-project-limit-5fei



